Breaking News
recent

কুমিরের সাথে মহাধুমধামে বিয়ে হলো মেয়রের Married With Crocodile

মিডিয়ার নজর কাড়তেই কি কুমিরকে বিয়ে করে চমক দিতে চাইলেন দক্ষিণ মেক্সিকোর ‘ফিশিং টাউন’ বলে খ্যাত সান পেড্রো হুয়ামেলুলার মেয়র ভাসকুয়েজ রোজাস? কিন্তু আসলে তা নয়। এটা মেক্সিকোর মেছো শহরের রেওয়াজ।

এর আগে অদ্ভুত সব খেয়ালি মানুষ বিয়ে করেছেন নিজের পোষা প্রাণীকে। এমনকি রেলস্টেশনকে বিয়ের ঘটনাও ঘটছে। অদ্ভুত ভাবনার ব্যতিক্রমি সব মানুষ বিভিন্ন নিরীহ প্রানিকে বিয়ে করেছে এমন খবর প্রায়শই জানা গেলেও কুমিরকে বিয়ে করার খবর অন্য কোথাও নয় পৃথিবীর একটি জায়গাতেই হয়।


বছর বছর হিংস্র প্রানী হিসেবে পরিচিত কুমিরকে বিয়ের ঘটনা ঘটে আসছে সেই শহরে। গত বছর মেয়রের পাত্রী ছিলেন মারিয়া ইসাবেল নামের একটি কুমির,আর চলতি বছরে তার কুমির পাত্রীর নাম হলো ‘রাজকুমারী’ ।

অদ্ভুত মনে হলেও সেই কাজটিই করে আসছেন মেক্সিকোর সান পেদ্রো হুয়ামেলুলার মেয়র ভিক্তর আগুইলার। দক্ষিণাঞ্চলে জেলেদের শহর হিসেবে পরিচিত এই শহরটি ।

গতবছরের বিয়ের ভিডিওটি দেখে নিতে পারেন এখানে। চলতি বছরে কুমিরের সাথে একইপাত্রের বিয়ের ভিডিওটি ফিচারের নিচে ।


সেই ১৭৮৯ সাল থেকেই নাকি চলে আসছে। কারণ, সেখানকার মানুষ মনে করেন, কুমিরের সাথে বিয়ে দিলে, মাছের উৎপাদন ভালো হবে। মতস্যজীবীদের সৌভাগ্য বয়ে আনবে। সে কারণেই এই বিয়ের চল।

তবে, চল হলেও, নিয়মরক্ষার বিয়ে নয়। যাবতীয় নিয়মনিষ্ঠা মেনেই বিয়ে সম্পন্ন হয়। বিয়ের আগে খ্রিস্টধর্মে দীক্ষিত করা হয় সেই কুমিরটিকে। পরানো হয় বিয়ের পোশাক। দেয়া হয় নতুন নামও। আগের বছর মেয়রের কুমির-বধূর যেমন নাম দেয়া হয়েছিলো মারিয়া ইসাবেল আর এবছর নাম দেয়া হলো ‘রাজকুমারী’  । বিয়ের আনুষ্ঠানিকতা শেষে নববধূকে কোলে তুলে আদরও করেন মেয়র।

রয়টার্সে প্রকাশিত এক ভিডিওতে দেখা যায়, কুমিরের একটি বাচ্চার গায়ে বিয়ের পোশাক জড়ানো। এটিকে হাতে নিয়ে নাচছেন স্বয়ং মেয়র। শুধু নাচ নয়, তিনি চুমুও খাচ্ছেন কুমিরের ঠোঁটে! আর কুমির ও মেয়রকে ঘিরে নাচ-গান করছেন স্থানীয় বাসিন্দারা।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, অন্যদের অবাক লাগলেও মোটেও অবাক নয় স্থানীয়রা! কারন ১৭৮৯ সাল থেকে কুমিরকে বিয়ে করার এই ঐতিহ্য স্থানীয় বাসিন্দাদের মধ্যে চলে আসছে।

এ সম্পর্কে মেয়র ভিক্টর বলেন, ‘স্থানীয় বাসিন্দারা তাকে (কুমিরটিকে) রাজকুমারী বলে ডাকে। তাই আমি আমি রাজকুমারীর স্বামীর ভূমিকা পালন করছি।

Tags: funny married life,amazing wedding story,crazy wedding festival,worlds most crazy wedding festival,আজব বিয়ের খবর,বিবাহ বার্ষিকী,কুমিরের সাথে বিয়ে,জীব জন্তুর সাথে মানুষের বিয়ে.

No comments:

Post a Comment

BDNews (177) Download (2) Funny (62) Life-Style (37) Stories (15) Tips (154) Videos (36)
Powered by Blogger.